ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 100

বিএনপি

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের এই প্রতিনিধি দল রোববার (২২ জুন) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সফরসঙ্গী প্রতিনিধি দলে রয়েছেন—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

চীন সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

সফরের আগে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বারিধারায় চীনা দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন। এর আগে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের সঙ্গেও বৈঠক করেন বিএনপি নেতারা।

চীনের সঙ্গে বিএনপির এই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ নতুন নয়। গত মাসের শেষ দিকে বেইজিংয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। একই বছরের ফেব্রুয়ারিতে চীন সফর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বাধীন একটি দল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

সর্বশেষ আপডেট ১২:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের এই প্রতিনিধি দল রোববার (২২ জুন) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সফরসঙ্গী প্রতিনিধি দলে রয়েছেন—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

চীন সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

সফরের আগে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বারিধারায় চীনা দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন। এর আগে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের সঙ্গেও বৈঠক করেন বিএনপি নেতারা।

চীনের সঙ্গে বিএনপির এই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ নতুন নয়। গত মাসের শেষ দিকে বেইজিংয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। একই বছরের ফেব্রুয়ারিতে চীন সফর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বাধীন একটি দল।