শিরোনাম
চীনা ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ৮ দিন
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 112
ঢাকায় চীনের ভিসা সেন্টার টানা আটদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের জাতীয় দিবস ও অন্যান্য ছুটির কারণে আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ চীন দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ অক্টোবর থেকে পুনরায় ভিসা কার্যক্রম চালু হবে। তবে নিয়মিত কর্মদিবস হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর ভিসা অফিস যথারীতি খোলা থাকবে।
চীন ভ্রমণের পরিকল্পনা করা আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দূতাবাস।





































