ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চীনা বিশেষজ্ঞ দলের সঙ্গে মেডিকেল বোর্ডের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 78

চীনা বিশেষজ্ঞ দলের সঙ্গে মেডিকেল বোর্ডের বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ ও সহায়তা দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দলটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

তিনি জানান, চীনা বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সম্ভাব্য করণীয় বিষয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছেন। কোন চিকিৎসা পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে, তা নিয়েও মূল্যায়ন চলছে।

দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদ্‌রোগসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীনা বিশেষজ্ঞ দলের সঙ্গে মেডিকেল বোর্ডের বৈঠক

সর্বশেষ আপডেট ০৮:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ ও সহায়তা দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দলটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

তিনি জানান, চীনা বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সম্ভাব্য করণীয় বিষয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছেন। কোন চিকিৎসা পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে, তা নিয়েও মূল্যায়ন চলছে।

দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদ্‌রোগসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন।