চিত্রনায়িকা পপিকে আইনি নোটিশ
- সর্বশেষ আপডেট ০৬:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 144
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে তার এক আত্মীয় আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে পপির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) খুলনার বাসিন্দা মো. তারেক আহমেদ চৌধুরীর পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল। নোটিশটি পপির খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পৌঁছে।
নোটিশে বলা হয়েছে, গত ২১ নভেম্বর ‘সময় টেলিভিশন’-এ পপি তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন। নোটিশে সাত দিনের মধ্যে টিভিতে ক্ষমা প্রার্থনা করার এবং জনসমক্ষে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল বলেন, তারেক আহমেদ চৌধুরী ঢাকায় একটি আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে কর্মরত। পপির চাচার স্ত্রী তারেক আহমেদ চৌধুরীর স্ত্রী হওয়ায় পপির সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, একটি সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধ রয়েছে। সেই সম্পত্তি পপির প্রয়াত চাচার মালিকানাধীন ছিল এবং বৈধ হেবা দলিলের মাধ্যমে তারেক আহমেদ চৌধুরীর স্ত্রী ও তার মাকে প্রদান করা হয়েছে। পপির ওই সম্পত্তির কোনো আইনগত অধিকার নেই। তবু পপি সম্প্রতি টিভিতে তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন, যা তার পেশাগত ও নৈতিক সুনামকে ক্ষতিগ্রস্ত করছে।
নোটিশে বলা হয়েছে, পপি অবিলম্বে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন এবং প্রাসঙ্গিক চ্যানেলে ক্ষমা প্রার্থনা করবেন। এছাড়া সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে তারেক আহমেদ চৌধুরীকে আর সম্পৃক্ত করবেন না। নোটিশের সাত দিনের মধ্যে নির্দেশনা মানা না হলে, পপির বিরুদ্ধে মানহানি মামলা এবং ক্ষতিপূরণের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।































