ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিকন শিশুকে ‘মোটা’ বলায় সংঘর্ষ, আহত ১০ জন

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
  • সর্বশেষ আপডেট ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 85

চিকন শিশুকে ‘মোটা’ বলায় সংঘর্ষ, আহত ১০ জন

চুয়াডাঙ্গার জীবননগরে এক শিশুকে ‘মোটা’ বলে ঠাট্টা করার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে উভয়পক্ষই জীবননগর থানায় লিখিত অভিযোগ জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

স্থানীয় সূত্র জানায়, শারীরিকভাবে চিকন হওয়া সত্ত্বেও এক শিশুকে সহপাঠীরা ‘মোটা’ বলে বিদ্রূপ করে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শাখারিয়ার দাসপাড়ায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা, রড, দা ও হাসুয়া নিয়ে একে অপরের বাড়িতে হামলা চালায় তারা। এ সময় অন্তত ১০ জন আহত হন, যাদের কয়েকজনের মাথায় কাটা ও হাত ভাঙার মতো গুরুতর জখম হয়েছে।

প্রশান্ত কুমার দাসের অভিযোগে বলা হয়েছে, নিত্য দাস ও তার পরিবার তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে প্রশান্ত কুমারের ভাইপো মাইকেল দাসকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। প্রশান্ত কুমার নিজেও বাম হাতে জখম হন। তার বাবা-মাসহ আরও কয়েকজনকে মারধর করা হয়। অভিযোগে আরও উল্লেখ আছে, হামলাকারীরা ১৩ হাজার টাকা ও একটি সোনার আংটি ছিনিয়ে নিয়েছে।

অন্যদিকে সোনা দাস অভিযোগে বলেন, প্রশান্ত দাস ও তার পরিবার তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তার ভাই সীমান্ত দাসকে ধারালো দা দিয়ে কোপানো হয়। সীমান্ত দাস মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সোনা দাস নিজেও আহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় প্রভাস দাস তার বাম হাতের আঙুলে কোপ দেন এবং পরিবারের নারীদের শ্লীলতাহানি করা হয়।

ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, “এক শিশুকে ‘মোটা’ বলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চিকন শিশুকে ‘মোটা’ বলায় সংঘর্ষ, আহত ১০ জন

সর্বশেষ আপডেট ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগরে এক শিশুকে ‘মোটা’ বলে ঠাট্টা করার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে উভয়পক্ষই জীবননগর থানায় লিখিত অভিযোগ জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

স্থানীয় সূত্র জানায়, শারীরিকভাবে চিকন হওয়া সত্ত্বেও এক শিশুকে সহপাঠীরা ‘মোটা’ বলে বিদ্রূপ করে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শাখারিয়ার দাসপাড়ায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা, রড, দা ও হাসুয়া নিয়ে একে অপরের বাড়িতে হামলা চালায় তারা। এ সময় অন্তত ১০ জন আহত হন, যাদের কয়েকজনের মাথায় কাটা ও হাত ভাঙার মতো গুরুতর জখম হয়েছে।

প্রশান্ত কুমার দাসের অভিযোগে বলা হয়েছে, নিত্য দাস ও তার পরিবার তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে প্রশান্ত কুমারের ভাইপো মাইকেল দাসকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। প্রশান্ত কুমার নিজেও বাম হাতে জখম হন। তার বাবা-মাসহ আরও কয়েকজনকে মারধর করা হয়। অভিযোগে আরও উল্লেখ আছে, হামলাকারীরা ১৩ হাজার টাকা ও একটি সোনার আংটি ছিনিয়ে নিয়েছে।

অন্যদিকে সোনা দাস অভিযোগে বলেন, প্রশান্ত দাস ও তার পরিবার তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তার ভাই সীমান্ত দাসকে ধারালো দা দিয়ে কোপানো হয়। সীমান্ত দাস মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সোনা দাস নিজেও আহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় প্রভাস দাস তার বাম হাতের আঙুলে কোপ দেন এবং পরিবারের নারীদের শ্লীলতাহানি করা হয়।

ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, “এক শিশুকে ‘মোটা’ বলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”