ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ১২:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 85

নোয়াখালীর চাটখিলে চা খেয়ে ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার ডেল্টা ভিটা ব্রিজের কাছে।

নিহতরা হলেন- বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬), কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে সফিকুল ইসলাম জয় (১৬), একই ইউনিয়নের মো. রায়হান (১৭)। তিনজনই বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে পাঁচগাঁও ইউনিয়নের একটি চায়ের দোকানে যায়। চা পান করে একই মোটরসাইকেলে ফিরছিল চারজন। পথিমধ্যে ডেল্টা ভিটা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে সড়কের পাশের একটি কড়ই গাছে ধাক্কা খায়, পরে উল্টো পাশের আরেকটি গাছে গিয়ে আবারও ধাক্কা লাগে। এতে তিন কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তানিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর দুই দিন পর বুধবার সকালে ঢাকার মালিবাগ পিপলস হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান মারা যায়। বুধবার সন্ধ্যায় তাদের দাফন সম্পন্ন হয়।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তিন কিশোরের মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তবে এ ঘটনায় কেউ আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবহিত করেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীর চাটখিলে চা খেয়ে ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার ডেল্টা ভিটা ব্রিজের কাছে।

নিহতরা হলেন- বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬), কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে সফিকুল ইসলাম জয় (১৬), একই ইউনিয়নের মো. রায়হান (১৭)। তিনজনই বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে পাঁচগাঁও ইউনিয়নের একটি চায়ের দোকানে যায়। চা পান করে একই মোটরসাইকেলে ফিরছিল চারজন। পথিমধ্যে ডেল্টা ভিটা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে সড়কের পাশের একটি কড়ই গাছে ধাক্কা খায়, পরে উল্টো পাশের আরেকটি গাছে গিয়ে আবারও ধাক্কা লাগে। এতে তিন কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তানিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর দুই দিন পর বুধবার সকালে ঢাকার মালিবাগ পিপলস হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান মারা যায়। বুধবার সন্ধ্যায় তাদের দাফন সম্পন্ন হয়।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তিন কিশোরের মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তবে এ ঘটনায় কেউ আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবহিত করেনি।