ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চালের দাম কমার সময় জানালেন খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 235

চালের দাম কমার সময় জানালেন খাদ্য উপদেষ্টা

সরকার ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে পূরণ করেছে এবং আগামী মাস থেকে শুরু হচ্ছে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি—যা চালের বাজারে স্থিতিশীলতা আনবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

শনিবার দুপুরে যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান, খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এবং খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলী ইমাম মজুমদার বলেন, “সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করেছে। আগামী মাসে যখন ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি একযোগে চালু হবে, তখন চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, “চাল বাজারে সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে নওগাঁ ও কুষ্টিয়ার চক্রগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না কেউ, এবং এর সুফল জনগণ দ্রুতই অনুভব করবে।”

খাদ্য উপদেষ্টা সবাইকে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে সহায়তা করার আহ্বান জানান এবং সরকারি উদ্যোগের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চালের দাম কমার সময় জানালেন খাদ্য উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৪:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

সরকার ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে পূরণ করেছে এবং আগামী মাস থেকে শুরু হচ্ছে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি—যা চালের বাজারে স্থিতিশীলতা আনবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

শনিবার দুপুরে যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান, খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এবং খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলী ইমাম মজুমদার বলেন, “সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করেছে। আগামী মাসে যখন ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি একযোগে চালু হবে, তখন চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, “চাল বাজারে সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে নওগাঁ ও কুষ্টিয়ার চক্রগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না কেউ, এবং এর সুফল জনগণ দ্রুতই অনুভব করবে।”

খাদ্য উপদেষ্টা সবাইকে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে সহায়তা করার আহ্বান জানান এবং সরকারি উদ্যোগের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।