ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চালাকের বুদ্ধিমত্তায় ডাকাতের হাত থেকে রক্ষা

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৫:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 7

সাভারের বিরুলিয়া সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায় একদল সশস্ত্র ডাকাত। ছবি: সংগৃহীত

সাভারের বিরুলিয়া সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র ডাকাত দল। এসময় একটি চলন্ত প্রাইভেটকার থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে সেটিতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকায় আকরাইন-সাভার সড়কে এই ঘটনা ঘটে।

প্রাইভেটকারের ড্যাশ ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে ডাকাতরা গাড়ি থামানোর সংকেত দিচ্ছে এবং সড়কের ওপর আড়াআড়িভাবে গাছ ফেলে রাখা হয়েছে।

প্রাইভেটকারে থাকা মাহমুদুল হাসান ওরফে সাকিব জানান, রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মাহমুদুল হাসান আলালের ছেলে অর্ণবসহ কয়েকজন বন্ধু মিলে তারা আকরাইন এলাকায় যাচ্ছিলেন। রাত তিনটার দিকে কালিয়াকৈরের ঢালু জায়গায় পৌঁছালে সশস্ত্র ডাকাতদের কবলে পড়েন তারা।

গাড়ির চালক গোলাম আজম আল আমীন জানান, ডাকাতরা রামদা নিয়ে তেড়ে এলে তিনি দ্রুত জানলা-দরজা লক করে দেন। সামনে গাছ ফেলে রাখা থাকলেও সাহসিকতার সাথে ফাঁকা অংশ দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যান। এসময় ডাকাতরা গাড়ির কাচ ও বাম পাশের দরজা লক্ষ্য করে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান আরোহীরা।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আল আমিন বলেন, “ভোররাত চারটার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ লক্ষ্য করি সড়কে গাড়ির গতি কমে গেছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ৪০০-৫০০ গজ সামনে এগিয়ে গেলে দুই ব্যক্তিকে জঙ্গল দিয়ে পালিয়ে যেতে দেখি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় ডাকাতরা বড় কোনো ক্ষতি করতে পারেনি।”

তিনি আরও জানান, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সড়কে গাছ ফেলে ডাকাতির এই চেষ্টার ঘটনায় ওই রুট দিয়ে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ওই এলাকায় রাতের টহল আরও জোরদার করার কথা জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চালাকের বুদ্ধিমত্তায় ডাকাতের হাত থেকে রক্ষা

সর্বশেষ আপডেট ০৫:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

সাভারের বিরুলিয়া সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র ডাকাত দল। এসময় একটি চলন্ত প্রাইভেটকার থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে সেটিতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকায় আকরাইন-সাভার সড়কে এই ঘটনা ঘটে।

প্রাইভেটকারের ড্যাশ ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে ডাকাতরা গাড়ি থামানোর সংকেত দিচ্ছে এবং সড়কের ওপর আড়াআড়িভাবে গাছ ফেলে রাখা হয়েছে।

প্রাইভেটকারে থাকা মাহমুদুল হাসান ওরফে সাকিব জানান, রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মাহমুদুল হাসান আলালের ছেলে অর্ণবসহ কয়েকজন বন্ধু মিলে তারা আকরাইন এলাকায় যাচ্ছিলেন। রাত তিনটার দিকে কালিয়াকৈরের ঢালু জায়গায় পৌঁছালে সশস্ত্র ডাকাতদের কবলে পড়েন তারা।

গাড়ির চালক গোলাম আজম আল আমীন জানান, ডাকাতরা রামদা নিয়ে তেড়ে এলে তিনি দ্রুত জানলা-দরজা লক করে দেন। সামনে গাছ ফেলে রাখা থাকলেও সাহসিকতার সাথে ফাঁকা অংশ দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যান। এসময় ডাকাতরা গাড়ির কাচ ও বাম পাশের দরজা লক্ষ্য করে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান আরোহীরা।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আল আমিন বলেন, “ভোররাত চারটার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ লক্ষ্য করি সড়কে গাড়ির গতি কমে গেছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ৪০০-৫০০ গজ সামনে এগিয়ে গেলে দুই ব্যক্তিকে জঙ্গল দিয়ে পালিয়ে যেতে দেখি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় ডাকাতরা বড় কোনো ক্ষতি করতে পারেনি।”

তিনি আরও জানান, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সড়কে গাছ ফেলে ডাকাতির এই চেষ্টার ঘটনায় ওই রুট দিয়ে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ওই এলাকায় রাতের টহল আরও জোরদার করার কথা জানিয়েছে।