চার দশকের রঙে “জিয়াস আর্ট গ্যালারি”
- সর্বশেষ আপডেট ০৬:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 177
রঙ, তুলি আর সৃজনশীলতার মেলবন্ধনে মুখর জিয়াস আর্ট গ্যালারি। চার দশক ধরে শিশুদের শিল্পচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রতিষ্ঠান।
লেখাপড়ার পাশাপাশি শিশুদের সৃজনশীল বিকাশে দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করছে স্কুল অফ ফাইন আর্টস-এর এই গ্যালারি।
যেখানে শিশুরা শুধু আঁকতে শেখে না, শিখে নিজেদের প্রকাশ করতে —রঙে, রেখায় আর চিন্তায়।
এই বিশেষ দিনকে ঘিরে আয়োজন করা হয়েছিলো তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। দুই শতাধিক চিত্রকর্ম, মৃতশিল্প আর নানা সৃজনশীল আর্টওয়ার্কে ভরপুর ছিলো পুরো গ্যালারি।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও অভিনেতা জনাব আফজাল হোসেন। তিনি প্রশংসা করেন শিশুদের শিল্পসাধনা ও জিয়াস আর্ট গ্যালারির দীর্ঘ পথচলার।
উদ্বোধনী দিনে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন — নাচ, গান ও ম্যাজিক শোতে মুগ্ধ হয়েছেন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিল্পপ্রেমীরা।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করেন প্রদর্শনী। এটি কেবল একটি উদযাপন নয় — বরং শিশুদের কল্পনা আর পরিশ্রমের রঙিন প্রতিফলন।
চার দশকের এই যাত্রা কেবল শুরু… আগামীর শিল্পমন গড়ার পথে জিয়াস আর্ট গ্যালারি থাকবে এই কোমলমতি শিশুদের পাশে — রঙে, তুলিতে আর স্বপ্নে।
জিয়াস আর্ট গ্যালারি — চার দশকের সৃজনশীলতার রঙে ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন আঁকে। যেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।






































