ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চার জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 100

বন্দরনগরী চট্টগ্রামসহ চার জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন ডিসির জেলা বদল করা হয়েছে। বাকি তিন জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী। চট্টগ্রামে বদলির আদেশাধীন নওগাঁর ডিসিকে তার বর্তমান জেলায়ই বহাল রাখা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে প্রত্যাহার করে সেখানে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে বদলির আদেশ জারি করেছিল জনপ্রশাসন। কিন্তু নানা বিতর্কের পর গতকালের আদেশে আব্দুল আউয়ালের ওই আদেশ বাতিল করা হয়। তাকে এখন নওগাঁতেই থাকতে হচ্ছে।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করেছে সরকার। এছাড়া নওগাঁর ডিসি হিসেবে আদেশাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে ফেনীর ডিসি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চার জেলায় নতুন ডিসি

সর্বশেষ আপডেট ০৭:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

বন্দরনগরী চট্টগ্রামসহ চার জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন ডিসির জেলা বদল করা হয়েছে। বাকি তিন জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী। চট্টগ্রামে বদলির আদেশাধীন নওগাঁর ডিসিকে তার বর্তমান জেলায়ই বহাল রাখা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে প্রত্যাহার করে সেখানে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে বদলির আদেশ জারি করেছিল জনপ্রশাসন। কিন্তু নানা বিতর্কের পর গতকালের আদেশে আব্দুল আউয়ালের ওই আদেশ বাতিল করা হয়। তাকে এখন নওগাঁতেই থাকতে হচ্ছে।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করেছে সরকার। এছাড়া নওগাঁর ডিসি হিসেবে আদেশাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে ফেনীর ডিসি করা হয়েছে।