ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ১৮ লাখ টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 93

চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ১৮ লাখ টাকার মাছ নিধন

কুমিল্লার চান্দিনায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৮ লাখ টাকার মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে জসিম উদ্দিন শান্তের পুকুরে এই ঘটনা ঘটে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার অন্যান্য মাছ চাষিরাও।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ১৫০ শতাংশ জমি কিনে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নওয়াবগঞ্জ গ্রামের জসিম উদ্দিন এই পুকুরে মাছ চাষ শুরু করেন। এ বছর পুকুরে কার্প, কাতলা, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্প ও পাঙ্গাশ প্রজাতির মাছ চাষ করেছিলেন, যার মোট মূল্য প্রায় ১৮ লাখ টাকা। মাত্র তিন মাসের মধ্যে তিনি আনুমানিক ২২ লাখ টাকার বিক্রির প্রত্যাশা করেছিলেন।

জসিম উদ্দিন অভিযোগ করেন, তার পাশের জমির মালিক মোস্তফা কামালের স্বজন আ. হকের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল। এর পর ভোরে তার কর্মচারী পুকুরের মাছ ভেসে ওঠার কথা জানালে বিষয়টি প্রকাশ পায়। তিনি বিশ্বাস করেন শত্রুতার জেরে আ. হক গং পুকুরে বিষ প্রয়োগ করেছে। এ অভিযোগে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর কর্মচারী কামাল জানান, জমি নিয়ে বিরোধের কারণে বিকেলে সাইফুল, জুয়েল, সোহেল, ফারুক ও ফয়সাল তাদের হুমকি দিয়েছিল। পরবর্তীতে ভোরে পুকুরে মাছ ভেসে উঠার ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে আ. হক জানান, তিনি বা তার কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং জসিম তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ১৮ লাখ টাকার মাছ নিধন

সর্বশেষ আপডেট ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

কুমিল্লার চান্দিনায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৮ লাখ টাকার মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে জসিম উদ্দিন শান্তের পুকুরে এই ঘটনা ঘটে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার অন্যান্য মাছ চাষিরাও।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ১৫০ শতাংশ জমি কিনে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নওয়াবগঞ্জ গ্রামের জসিম উদ্দিন এই পুকুরে মাছ চাষ শুরু করেন। এ বছর পুকুরে কার্প, কাতলা, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্প ও পাঙ্গাশ প্রজাতির মাছ চাষ করেছিলেন, যার মোট মূল্য প্রায় ১৮ লাখ টাকা। মাত্র তিন মাসের মধ্যে তিনি আনুমানিক ২২ লাখ টাকার বিক্রির প্রত্যাশা করেছিলেন।

জসিম উদ্দিন অভিযোগ করেন, তার পাশের জমির মালিক মোস্তফা কামালের স্বজন আ. হকের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল। এর পর ভোরে তার কর্মচারী পুকুরের মাছ ভেসে ওঠার কথা জানালে বিষয়টি প্রকাশ পায়। তিনি বিশ্বাস করেন শত্রুতার জেরে আ. হক গং পুকুরে বিষ প্রয়োগ করেছে। এ অভিযোগে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর কর্মচারী কামাল জানান, জমি নিয়ে বিরোধের কারণে বিকেলে সাইফুল, জুয়েল, সোহেল, ফারুক ও ফয়সাল তাদের হুমকি দিয়েছিল। পরবর্তীতে ভোরে পুকুরে মাছ ভেসে উঠার ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে আ. হক জানান, তিনি বা তার কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং জসিম তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।