ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাটমোহরে মহিলা দল নেত্রী রহিমাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 106

চাটমোহরে মহিলা দল নেত্রী রহিমাকে বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় তিনি নিয়মিত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং এমন কার্যকলাপে জড়িয়েছেন যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এছাড়া মাদকসেবন ও বিক্রির অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৩ আগস্ট তিনি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা দলের সহসভাপতিকে শারীরিকভাবে আক্রমণ করেছেন, যা গুরুতর শৃঙ্খলাভঙ্গের শামিল। এসব কারণে তাকে সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ চলাকালীন তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। নির্দেশ অমান্য করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

চাটমোহর উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম বলেন, “আমি বিষয়টি পরে জেনেছি। উপজেলা সভাপতি আমাকে আগে না জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমি দুঃখ প্রকাশ করছি।”

বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে রহিমা রেজা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাটমোহরে মহিলা দল নেত্রী রহিমাকে বহিষ্কার

সর্বশেষ আপডেট ০৪:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় তিনি নিয়মিত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং এমন কার্যকলাপে জড়িয়েছেন যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এছাড়া মাদকসেবন ও বিক্রির অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৩ আগস্ট তিনি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা দলের সহসভাপতিকে শারীরিকভাবে আক্রমণ করেছেন, যা গুরুতর শৃঙ্খলাভঙ্গের শামিল। এসব কারণে তাকে সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ চলাকালীন তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। নির্দেশ অমান্য করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

চাটমোহর উপজেলা মহিলা দলের সভাপতি আসমা খন্দকার ডলি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম বলেন, “আমি বিষয়টি পরে জেনেছি। উপজেলা সভাপতি আমাকে আগে না জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমি দুঃখ প্রকাশ করছি।”

বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে রহিমা রেজা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।