চাঞ্চল্যকর শরীফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সর্বশেষ আপডেট ১০:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 172
কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর শরীফ হত্যা মামলার ঘাতক প্রধান আসামি মজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে রাজধানীর মহাখালী থেকে শরীফ হত্যাকাণ্ডের ঘাতক মজিবুরকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ।
নিহত শরীফ (২৭) উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। আহতরা হলেন শরীফের সহোদর বড় ভাই মাসুদ মিয়া (৪০) ও উজ্জ্বল মিয়া (৩৫) শরীফের ভাগ্নে ও আব্দুস সালামের ছেলে। জানা যায়, উত্তর গোবিন্দপুর এলাকার মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করে আসছেন। এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই এলাকার মজিবুর রহমানের শ্যালককেও বিদেশে পাঠানোর কথা। বিমানের টিকিটের জন্য মাসুদ মিয়াকে ৬০ হাজার টাকাও প্রদান করে মজিবুর।
কিন্তু দেরি হওয়ায় সোমবার সন্ধ্যায় বাকচান্দা বাজারে মাসুদের দোকানে এসে মাসুদকে খোঁজ করে না পেয়ে দোকানের সামনে বসে থাকা মাসুদ মিয়ার ছোট ভাই শরীফ মিয়ার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে শরীফ মিয়ার পেটে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে শরীফ গুরুতর আহত হয়। খবর পেয়ে মাসুদ মিয়া ঘটনাস্থলে গিয়ে মজিবুরকে বাজার থেকে খুঁজে বের করে। তাকে জিজ্ঞেস করতে গেলে মাসুদ মিয়াকেও ছুরিকাঘাত করে। বিষয়টি দূর থেকে দেখে ভাগ্নে উজ্জ্বল মিয়া এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় মজিবুর।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে শরীফকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। অবস্থা গুরুতর হওয়ায় মাসুদ ও উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মাসুদ ও উজ্জ্বল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামি মজিবুরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে শরীফ হত্যাকাণ্ডের ঘাতক মুজিবুরকে রাতভর অভিযান চালিয়ে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, তদন্তের মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে।



































