চাকসুতে স্বাক্ষর ছাড়া ব্যালেট পেপার দেওয়ার অভিযোগ
- সর্বশেষ আপডেট ০১:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 54
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালেট পেপারে ভোট গ্রহণের অভিযোগ করা হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) ভোট চলাকালীন ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ উঠেছে।
ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী জানান, “আইটি ভবনের একটি কক্ষে সাক্ষরবিহীন ব্যালেট পেপার বিতরণ করা হয়েছে। এছাড়া কিছু ব্যালেট পেপারে অমোচনীয় কালি উঠে যাচ্ছে। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি।”
চবি ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান বলেন, “প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলের পক্ষে কাজ করছে।”
শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি বলেন, “আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫-২০টি ব্যালেট পেপার স্বাক্ষর ছাড়া বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া কোনো ব্যালেট বাক্সে ফেলা উচিত নয়। এ বিষয়ে কথা বলার পর এজেন্টরা জানিয়েছেন, নির্বাচন কমিশন পরে এজেন্টদের সামনে এসে সিদ্ধান্ত নেবে।”
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, “চাকসু নির্বাচনের জন্য তারা দেশের কোথাও অমোচনীয় কালি খুঁজে পায়নি। স্বাক্ষর ছাড়া ব্যালেট গ্রহণের পর পরবর্তী সময়ে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।”































