চাঁদাবাজি বন্ধ করতে চান মির্জা আব্বাস
- সর্বশেষ আপডেট ০৪:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 7
জুলাই গণঅভ্যুত্থানের পর হটলাইন চালু করে প্রায় দুই মাস চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তবে পরে নজরদারি শিথিল হওয়ায় রাজনৈতিক দল ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যরাও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘ফ্রিল্যান্সিং- এ ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, চাঁদাবাজি কোনো একজনের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়। চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সামাজিক আন্দোলনের পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।
মির্জা আব্বাস আরও বলেন, মাদক বর্তমানে সারাদেশের জন্য একটি বড় ব্যাধিতে পরিণত হয়েছে। যারা মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেওয়ার পরিবর্তে তিনি বলেন, সময় ও পরিস্থিতি অনুযায়ী যে সমস্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, সেটির সমাধানে তিনি কাজ করবেন।
৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে একসঙ্গে মিলিয়ে দেখার বিষয়ে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, দুটি ঘটনাই আলাদা প্রেক্ষাপটে সংঘটিত এবং দুটিই গৌরবের অর্জন।
অনুষ্ঠানের শেষে ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের এই প্রার্থী জীবনের শেষ প্রান্তে এসে মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
































