চাঁদপুরে আগুনে পুড়ল ৭টি ব্যবসা প্রতিষ্ঠান
- সর্বশেষ আপডেট ১১:১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 100
চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানিয়েছেন, ধোঁয়া ও আগুন দেখে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্ত দোকানি ও স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি দোকানে। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পাওয়ার আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের দোকানসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা সফিকুর রহমান বলেন, “আগুনে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে।” মো. সোহেল নামের একজন আরও বলেন, “ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া প্রয়োজন, তা না হলে তারা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে না।”
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হতে পারে একটি খাবারের হোটেল থেকে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখা হলে প্রকৃত কারণ জানা যাবে।































