ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাইসহ ৩ দল ছাড়াই ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ ২৫৩ আসন বন্টন; জামায়াত ১৭৯ , এনসিপি ৩০

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 69

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতের দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

প্রকাশিত সমঝোতা অনুযায়ী, জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে, খেলাফত মজলিস ১০ আসনে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭ আসনে, এবি পার্টি ৩ আসনে, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি ২ আসনে এবং নেজামী ইসলামী পার্টি ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও চরমোনাই পীর নেতৃত্বাধীন -ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন চূড়ান্ত হয়নি।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, নেজামী ইসলামী পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

দলগুলো জানিয়েছে, প্রার্থী তালিকা সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত না হওয়া আসনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরমোনাইসহ ৩ দল ছাড়াই ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ ২৫৩ আসন বন্টন; জামায়াত ১৭৯ , এনসিপি ৩০

সর্বশেষ আপডেট ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতের দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

প্রকাশিত সমঝোতা অনুযায়ী, জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে, খেলাফত মজলিস ১০ আসনে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭ আসনে, এবি পার্টি ৩ আসনে, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি ২ আসনে এবং নেজামী ইসলামী পার্টি ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও চরমোনাই পীর নেতৃত্বাধীন -ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন চূড়ান্ত হয়নি।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, নেজামী ইসলামী পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

দলগুলো জানিয়েছে, প্রার্থী তালিকা সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত না হওয়া আসনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।