ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাইয়ের জন্য ৫০ আসন ফাঁকা রেখে ১১ দলের সমঝোতা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

১১ দলের নির্বাচনী জোটে ইসলামি আন্দোলনের (চরমোনাই) জন্য ৫০টি আসন ফাঁকা রেখে বাকি ২৫০ আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে। জোটের নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আসন বণ্টন চূড়ান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। উপস্থিত ছিলেন জাতীয় নাগারিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের।

বৈঠকের পরে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “১০ দলের জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। ইসলামী আন্দোলনের জন্য আলাদা ৫০টি আসন নির্ধারণ করা হয়েছে। রাত ৮টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠকে অংশ না নেওয়ায় তাদের মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, “আমরা বৈঠকের বিষয়ে সকাল ১০টায় জানতে পেরেছি, প্রস্তুতি নিতে সময় হয়নি। তবে আলোচনা এখনও চলমান। জোট থেকে আলাদা হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরমোনাইয়ের জন্য ৫০ আসন ফাঁকা রেখে ১১ দলের সমঝোতা চূড়ান্ত

সর্বশেষ আপডেট ০৬:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

১১ দলের নির্বাচনী জোটে ইসলামি আন্দোলনের (চরমোনাই) জন্য ৫০টি আসন ফাঁকা রেখে বাকি ২৫০ আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে। জোটের নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আসন বণ্টন চূড়ান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। উপস্থিত ছিলেন জাতীয় নাগারিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের।

বৈঠকের পরে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “১০ দলের জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। ইসলামী আন্দোলনের জন্য আলাদা ৫০টি আসন নির্ধারণ করা হয়েছে। রাত ৮টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠকে অংশ না নেওয়ায় তাদের মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, “আমরা বৈঠকের বিষয়ে সকাল ১০টায় জানতে পেরেছি, প্রস্তুতি নিতে সময় হয়নি। তবে আলোচনা এখনও চলমান। জোট থেকে আলাদা হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।”