চরমোনাইয়ের অভিযোগ নিয়ে জামায়াতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া
- সর্বশেষ আপডেট ০৮:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 36
ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে জোট না গঠনের ঘোষণা দেওয়ার পর জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, সেই বিষয়ে জামায়াতে ইসলামী তাদের অবস্থান পরিষ্কার করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, আসন বণ্টন, রাজনৈতিক আলোচনার বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পক্ষকে অসম্মান বা চাপ দেওয়া হয়নি। সিদ্ধান্ত সর্বোচ্চ স্বচ্ছতা, বাস্তবতা এবং সম্মানের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে।
জুবায়ের বলেন, মনোনয়ন দাখিলের পরও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকায় পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিয়াজোঁ কমিটি মাঠের বাস্তবতা, দলের সাংগঠনিক শক্তি, প্রার্থীর পরিচিতি ও গ্রহণযোগ্যতা এবং প্রতিদ্বন্দ্বী দলের অবস্থান বিবেচনা করে একাধিক জরিপের ফলাফল বিশ্লেষণ করেছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎ কেবল বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভূতির জন্য অনুষ্ঠিত হয়েছিল; সেখানে জাতীয় সরকার গঠন বা অন্য কোনো আলোচনা হয়নি।
শরিয়া আইন চালুর অভিযোগ নিয়ে জুবায়ের বলেন, বিষয়টি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। দেশের সংবিধান ও বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই রাষ্ট্র পরিচালিত হবে, কোনো দ্ব্যর্থতা নেই।
ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক অনুপস্থিতি ব্যক্তিগত অসুস্থতা ও ভুলের কারণে হয়েছিল। জামায়াত তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং এই ভুলকে অবজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই।
জুবায়ের আরও জানান, আলোচনার পথ এখনও খোলা আছে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বাকি থাকায় লিয়াজোঁ কমিটি ও শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
































