চরকিতে আসছে শিহাব শাহিনের ‘তোমার জন্য মন’
- সর্বশেষ আপডেট ০৩:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 133
বাংলা ওটিটিতে যখন বাস্তবতা আর থ্রিলার ঘরানোর রাজত্ব, ঠিক তখনই নির্মাতা শিহাব শাহীন ফিরে এলেন ভালোবাসার মৃদু আলো নিয়ে। তার নতুন সিনেমা ‘তোমার জন্য মন’ নামেও যেমন কমলতা গল্পেও তেমন উষ্ণতা। মোশন পোস্টার আর ট্রেলারে যেন ভেসে উঠেছে এক মফস্বল শহরের সাদামাটা ভালবাসার গল্প। পরিচালক জানিয়েছেন, এটি এক ফিল-গুড রোমান্টিক সিনেমা,যা দর্শকে ফিরিয়ে নিয়ে যাবে প্রথম প্রেমের নিষ্পাপ দিনগুলিতে। চরকির অরিজিনাল এই ছবিটি মুক্তি পাবে ৬ নভেম্বর।
মফস্বলের নরম আলোয় দুই তরুণ-তরুণী-
তোমার জন্য মন গল্প দুই তরুণের- যারা মফস্বলের জীবন যাপনের ভেতর দিয়ে নিজের পরিচয় খুজে নেয়, খুঁজে পায় ভালোবাসাকে। শিহাব শাহিন বলেন, গল্পের আবহেই এমন এক জুটি দরকার ছিল যাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আছে-পর্দায় ও পর্দার বাইরে।
অপ্রত্যাশিত গল্পে মুগ্ধ তটিনী-
তানজিম সইয়ারা তটিনী,যিনি সাম্প্রতিক সময়ে তরুণ দর্শকদের প্রিয় মুখ, এই ছবির গল্প শুনেই রাজি হয়েছেন কাজ করতে। তার কথায়, গল্পটা অর্ধেক শোনার পর যেমনটা ভেবেছিলাম, শেষ পর্যন্ত তা হয়নি। বরং একদম প্রত্যাশিত কিছু পেয়েছি। সেই চমকটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছিল।
‘রওনক’ হয়ে উঠলেন ইয়াস রোহান-
ইয়াস রোহান এবার পর্দায় প্রভাবশালী পরিবারের ছেলে ‘রওনক’ চরিত্রে। এক তরুণ, যে নিজের পরিচয়ে, নিজের স্বপ্নে এগিয়ে যেতে চায়।
ইয়াস জানালেন, শিহাব ভাই স্ক্রিপ্ট পাঠানোর আগে জিজ্ঞেস করেছিলেন, সিডিউল আছে কিনা। তখন ব্যস্ত থাকলেও স্ক্রিপ্ট পড়ার পর বুঝলাম এটা করা দরকার। তাই অন্য কাজগুলো ম্যানেজ করে সময় বের করেছিলাম।
যশোর থেকে কক্সবাজার রোমান্সের দৃশ্যপটে ভিন্নতা-
পরিচালক শিহাব শাহিন বলেন, ‘তোমার জন্য মন’ এর শুটিং হয়েছে যশোরে। নতুন একটা লোকেশন, নতুন ইমেজ দিতে চেয়েছি। তবে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলছে না। আঞ্চলিক কোন ভাষা থাকছে না। কক্সবাজারেও কিছু দৃশ্য ধারণ করেছি -রোদের আলো, নদীর ধারে ভালবাসার দৃশ্য, সব মিলিয়ে এটা এক ভিজুয়াল ট্রিট।
তারকাদের ভুবনে নতুন ছোঁয়া-
এই ছবিতে ইয়াস ও তটিনির পাশাপাশি দেখা যাবে সমু চৌধুরী, সাবিহা জামান এবং অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলুকে। সবমিলিয়ে ‘তোমার জন্য মন’ হতে যাচ্ছে এমন এক সিনেমা যেখানে প্রেম শুধু সংলাপে নয়-নিঃশব্দ দৃষ্টিতে আলো-ছায়ার ফাঁকেও বেঁচে থাকবে।





































