ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 117

চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর এবার তিন ম্যাচের টি–টোয়েন্টি লড়াই সামনে। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় নতুন মুখ তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় শামীমের ব্যাটিং নিয়ে অধিনায়ক লিটন দাস প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার তার জায়গায় সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য অঙ্কন।

দীর্ঘদিন চোটে ভুগে বাইরে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ফিরেছেন স্কোয়াডে। আগের সিরিজে চট্টগ্রাম পর্যন্ত গেলেও শেষ মুহূর্তে তিনি স্কোয়াডে জায়গা পাননি। পরে হংকং সিক্সেসেও চোটের কারণে খেলতে পারেননি। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে তিনি ফেরত এসেছেন টি–টোয়েন্টি দলে—যেখানে তাসকিন আহমেদের বিশ্রাম তার ফেরাকে আরও সহজ করেছে।

তাসকিন বর্তমানে আবুধাবি টি–টেন লিগে অংশ নিচ্ছেন। সামনে আইএলটি২০, বিপিএল এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ—এই ব্যস্ত সূচির কারণে তাকে আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে।

সিরিজের প্রথম টি–টোয়েন্টি ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং তৃতীয়টি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। অঙ্কনের সম্ভাব্য অভিষেক ও সাইফউদ্দিনের প্রত্যাবর্তন তরুণ ও অভিজ্ঞতার মিশেলে স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।

বাংলাদেশের ঘোষিত টি–টোয়েন্টি দল

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

সর্বশেষ আপডেট ০৮:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর এবার তিন ম্যাচের টি–টোয়েন্টি লড়াই সামনে। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় নতুন মুখ তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় শামীমের ব্যাটিং নিয়ে অধিনায়ক লিটন দাস প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার তার জায়গায় সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য অঙ্কন।

দীর্ঘদিন চোটে ভুগে বাইরে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ফিরেছেন স্কোয়াডে। আগের সিরিজে চট্টগ্রাম পর্যন্ত গেলেও শেষ মুহূর্তে তিনি স্কোয়াডে জায়গা পাননি। পরে হংকং সিক্সেসেও চোটের কারণে খেলতে পারেননি। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে তিনি ফেরত এসেছেন টি–টোয়েন্টি দলে—যেখানে তাসকিন আহমেদের বিশ্রাম তার ফেরাকে আরও সহজ করেছে।

তাসকিন বর্তমানে আবুধাবি টি–টেন লিগে অংশ নিচ্ছেন। সামনে আইএলটি২০, বিপিএল এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ—এই ব্যস্ত সূচির কারণে তাকে আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে।

সিরিজের প্রথম টি–টোয়েন্টি ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং তৃতীয়টি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। অঙ্কনের সম্ভাব্য অভিষেক ও সাইফউদ্দিনের প্রত্যাবর্তন তরুণ ও অভিজ্ঞতার মিশেলে স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।

বাংলাদেশের ঘোষিত টি–টোয়েন্টি দল

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।