চবিতে আবারও উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ চলছে
- সর্বশেষ আপডেট ০১:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 259
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত কয়েক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চললেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আশপাশের পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের চারপাশ থেকে আক্রমণে নতুন করে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়, যা রাতভর চলতে থাকে। এতে ক্যাম্পাসের শতাধিক শিক্ষার্থী আহত হন।
গুরুতর অবস্থায় প্রায় ২০ এর বেশি শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সকল পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, “চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই পরীক্ষার্থী ছিলেন। সবার কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
মারধরের শিকার শিক্ষার্থী দর্শন বিভাগের ২০২৪-২৫ সেশনের ছাত্রী সাফিয়া খাতুন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাফিয়া রাত আনুমানিক ১১টার দিকে বাসায় ফিরলে গেট বন্ধ পান। একাধিকবার ধাক্কা দেওয়ার সত্ত্বেও গেট খোলা হয়নি। পরে তার সহপাঠীরা এসে দারোয়ানকে গেট খুলতে অনুরোধ করলে তিনি তাতেও রাজি হননি। একপর্যায়ে দীর্ঘক্ষণ চিৎকার-চেঁচামেচির পর গেট খোলা হয়। ভেতরে ঢোকার সময় দারোয়ান শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, “তুই এত লেট করে কেন ঢুকলি?” এ সময় তিনি ওই শিক্ষার্থীকে ধাক্কা ও মারধর করেন।
ঘটনার পর ভুক্তভোগী নারী শিক্ষার্থী ও তার বন্ধুরা আত্মরক্ষার জন্য দারোয়ানের ওপর চড়াও হন। পরে ওই শিক্ষার্থী তার পরিচিত সিনিয়রদের খবর দেন। তারা দারোয়ানকে আটকানোর চেষ্টা করলে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী সেখানে জড়ো হন। এর পর স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়াসহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে এবং শিক্ষার্থীদের আহত হওয়ার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে।
পরবর্তীতে রাত সাড়ে ৩টায় সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সকাল ৭টায় সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করে। এ ঘটনায় চবি ইসলামী ছাত্রশিবির হামলাকারীদের শাস্তি চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। তাদের দাবি, এলাকায় হানিফ গ্যাং-এর সদস্যরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা করেছে।






































