ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবদেক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১০:৫১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 118

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছে হেফাজতেরকর্মীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, আটকা পড়েছে শত শত গাড়ি ও যাত্রী।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, ‘হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাওলানা সোহেল মোটরসাইকেল চালিয়ে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

সর্বশেষ আপডেট ১০:৫১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, আটকা পড়েছে শত শত গাড়ি ও যাত্রী।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, ‘হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাওলানা সোহেল মোটরসাইকেল চালিয়ে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।