ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশীদের দেয়া হতে পারে: এম সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 131

নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশীদের দেয়া হতে পারে বলে জানিয়েছেন, নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। তবে সেক্ষেত্রে দেশের লাভ হতে হবে।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) দায়িত্ব নেয়ার এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

 

এম সাখাওয়াত হোসেন জানান, বন্দরে এখন কোনো চাঁদাবাজি হয় না, বিদেশিদের দিলে চাদাবাজীই থাকবে না।

 

উপদেষ্টা বলেন, বন্দরে রাজস্ব আয় আগের চেয়ে ৮ দশমিক ৫ ভাগ বেড়েছে। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৯ দশমিক ৪০ শতাংশ বেশি। এ সময়, জানুয়ারিতে সবকিছু গুটিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের পর বাড়ি চলে যাওয়ার কথাও বলেন নৌ পরিবহন উপদেষ্টা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশীদের দেয়া হতে পারে: এম সাখাওয়াত হোসেন

সর্বশেষ আপডেট ০৭:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশীদের দেয়া হতে পারে বলে জানিয়েছেন, নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। তবে সেক্ষেত্রে দেশের লাভ হতে হবে।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) দায়িত্ব নেয়ার এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

 

এম সাখাওয়াত হোসেন জানান, বন্দরে এখন কোনো চাঁদাবাজি হয় না, বিদেশিদের দিলে চাদাবাজীই থাকবে না।

 

উপদেষ্টা বলেন, বন্দরে রাজস্ব আয় আগের চেয়ে ৮ দশমিক ৫ ভাগ বেড়েছে। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৯ দশমিক ৪০ শতাংশ বেশি। এ সময়, জানুয়ারিতে সবকিছু গুটিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের পর বাড়ি চলে যাওয়ার কথাও বলেন নৌ পরিবহন উপদেষ্টা।