চট্টগ্রামে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 106
চট্টগ্রামের হাটহাজারীতে মো. তানভির (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাটহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত তানভির হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর মুন্সিপাড়া এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে এবং আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তানভিরের এক সহপাঠী জানিয়েছেন, গত ১৫ অক্টোবর স্কুলে নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী দুষ্টুমি করছিল। এসময় কিছু সহপাঠী সেই দুষ্টুমির ভিডিও ধারণ করেন। ভিডিও ধারণের ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শিহাব ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে মারধর করেন। তানভির ও তার এক সহপাঠী প্রতিবাদ করলে শিহাব আরও রাগান্বিত হন।
মঙ্গলবার স্কুলে শিহাব ও তার বন্ধুরা মিলে তানভিরকে মারধর করেন। স্কুল ছুটির পর শিহাবের নেতৃত্বে ১৫-২০ জন কিশোর পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে তানভিরের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভিরকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।


































