চট্টগ্রামে সেতুর ওপর ট্রেনের প্রাণঘাতী ধাক্কা, এক শিশু নিহত
- সর্বশেষ আপডেট ০১:০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
- / 505
চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ভয়াবহ দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে একাধিক যানবাহন। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে, সেতুর বোয়ালখালী অংশে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। তখন সেতুর ওপর ট্রেন অতিক্রম করছিল এবং রেলসিগন্যাল সক্রিয় ছিল, অর্থাৎ যানবাহন ওঠার অনুমতি ছিল না।
তবে এ নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা সেতুর ওপর উঠে পড়ে। ঠিক সেই সময় ট্রেনটি সেখানে পৌঁছে গেলে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং আরও কয়েকটি গাড়ি চাপা পড়ে বা ছিটকে যায়।
কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন, “রাত পৌনে ১১টার দিকে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকাজ এখনো চলছে।”
তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা জানাতে না পারলেও, স্থানীয় সূত্র ও উদ্ধারকর্মীদের মতে, আরও আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেতুতে নিয়মিত ট্রেন চলাচল থাকা সত্ত্বেও কোনো নিরাপত্তাকর্মী বা অবরোধ ব্যবস্থার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রেলওয়ে ও স্থানীয় প্রশাসন পৃথকভাবে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনার দুর্বলতা ও সাধারণ নাগরিকদের অসচেতনতা মিলিয়ে এই দুর্ঘটনাকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ হিসেবে অভিহিত করছেন অনেকেই।
































