শিরোনাম
চট্টগ্রামে মালবাহী ট্রেন লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
- সর্বশেষ আপডেট ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 48
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের শেখনগর এলাকার মহাজন পাড়ায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী মূল রেললাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক জানান, লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারের কাজ চলছে। চট্টগ্রামমুখী মূল রেললাইন দিয়ে আপাতত উভয় দিকের ট্রেন চলাচল চালু রয়েছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনটির একটি বগি রেললাইন থেকে বিচ্যুত হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।


































