ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 42

র‍্যাবের কর্মকর্তা আবদুল মোতালেব

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন এবং তিনজনকে সন্ত্রাসীরা জিম্মি করেছে।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব ছিলেন ডিএডি পদমর্যাদার এবং পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত। আহতরা হলেন ল্যান্সনায়েক এমাম, কনস্টেবল রিফাত ও নায়েক আরিফ।

র‍্যাব সূত্র জানিয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালায়। হঠাৎ সন্ত্রাসীরা হামলা চালায়, মোতালেব গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ সময় তিন র‍্যাব সদস্যকে তারা জিম্মি করে রাখে।

সীতাকুণ্ড থানার এসআই জাফর আহমদ ভূঁইয়া বলেন, “আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।”

স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুরে গত চার দশক ধরে অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপদ আশ্রয় নিয়ে থাকে। এলাকাটি পাহারার মাধ্যমে নিয়ন্ত্রিত এবং বহিরাগতদের প্রবেশ কঠিন।

গত কয়েক বছরে প্রশাসনের বিভিন্ন অভিযান সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানের সময় জেলা প্রশাসক, ওসি ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। ২০২২ ও ২০২৩ সালে র‍্যাব ও পুলিশের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমিতে কারাগার, আইটি পার্কসহ অন্তত ১১টি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্প শুরু হতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারীরা বলছেন, পাহাড়ি ভৌগোলিক অবস্থার কারণে এককভাবে অভিযান চালানো কঠিন এবং সন্ত্রাসীরা আগাম খবর পেয়ে হামলা চালায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩

সর্বশেষ আপডেট ০৯:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন এবং তিনজনকে সন্ত্রাসীরা জিম্মি করেছে।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব ছিলেন ডিএডি পদমর্যাদার এবং পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত। আহতরা হলেন ল্যান্সনায়েক এমাম, কনস্টেবল রিফাত ও নায়েক আরিফ।

র‍্যাব সূত্র জানিয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালায়। হঠাৎ সন্ত্রাসীরা হামলা চালায়, মোতালেব গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ সময় তিন র‍্যাব সদস্যকে তারা জিম্মি করে রাখে।

সীতাকুণ্ড থানার এসআই জাফর আহমদ ভূঁইয়া বলেন, “আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।”

স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুরে গত চার দশক ধরে অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপদ আশ্রয় নিয়ে থাকে। এলাকাটি পাহারার মাধ্যমে নিয়ন্ত্রিত এবং বহিরাগতদের প্রবেশ কঠিন।

গত কয়েক বছরে প্রশাসনের বিভিন্ন অভিযান সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানের সময় জেলা প্রশাসক, ওসি ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। ২০২২ ও ২০২৩ সালে র‍্যাব ও পুলিশের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমিতে কারাগার, আইটি পার্কসহ অন্তত ১১টি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্প শুরু হতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারীরা বলছেন, পাহাড়ি ভৌগোলিক অবস্থার কারণে এককভাবে অভিযান চালানো কঠিন এবং সন্ত্রাসীরা আগাম খবর পেয়ে হামলা চালায়।