অচলাবস্থা কাটেনি
চক্ষু হাসপাতাল ছেড়েছেন ৫২ জুলাই যোদ্ধা
- সর্বশেষ আপডেট ১২:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / 487
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে চলে গেছেন জুলাই আন্দোলনে আহত ৫২ জন যোদ্ধা। বর্তমানে আরও তিনজন প্রতিনিধি হাসপাতালটির চারতলায় অবস্থান করছেন। তারা ভেতর থেকে ওয়ার্ডে তালা দিয়ে অবস্থান করায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
হাসপাতালটির জরুরি বিভাগ ব্যতীত অন্যান্য সব সেবা কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। ফলে বহির্বিভাগ, ভর্তি কার্যক্রম, পরীক্ষানিরীক্ষা এবং অস্ত্রোপচার সবই বন্ধ। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
গত ২৮ মে থেকে হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। এক সপ্তাহ পর সীমিত পরিসরে জরুরি বিভাগ চালু হলেও এখনও পুরোদমে সেবা শুরু হয়নি।
কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা আবদুল মান্নান জানান, দীর্ঘদিন ধরে চোখে টান ও ব্যথা অনুভব করলেও জরুরি বিভাগ থেকে কোনো চিকিৎসা পাননি। হাসপাতালে কর্মরত নার্সরা জানান, একান্ত জরুরি না হলে কাউকে চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
আন্দোলনকারী আহত রোহান মাহমুদ বলেন, “ঈদের ছুটিতে বাড়ি গিয়েছি, দু-এক দিনের মধ্যে আবার ফিরে আসব। অধিকাংশ আহতও ফিরবেন। উন্নত চিকিৎসার জন্য সাতজনের নাম পাঠানো হয়েছে, বাকিদেরও বিদেশে পাঠাতে হবে।”
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, “জরুরি বিভাগে মঙ্গলবার (১০ জুন) ৬৬ জনকে সেবা দেওয়া হয়েছে, আটটি জরুরি অস্ত্রোপচারও হয়েছে। আগামী শনিবার থেকে সকল বিভাগ চালুর চেষ্টা চলছে। যোদ্ধারা ওয়ার্ডে তালা দিয়ে অবস্থান করছেন এবং পাঁচজনের খাবার নিয়েছেন।”
তিনি আরো বলেন, চক্ষু ইনস্টিটিউটে চলমান এ অচলাবস্থা দুই সপ্তাহেও কাটেনি, যা সাধারণ রোগীদের চিকিৎসা ব্যবস্থায় চরম ব্যাঘাত সৃষ্টি করছে।
































