ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি

“ঘুরতে এসেছি, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর গুজব”

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 128

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতারা (ফাইল ফটো)

কক্সবাজারে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, এনসিপি নেতারা কক্সবাজারে গেছেন শুধুমাত্র ঘুরতে, কোনো রাজনৈতিক বৈঠক তাদের হয়নি।

“আমরা হোটেলে চেক-ইন করেই দেখলাম; খবরে বলা হচ্ছে, আমরা পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি। এটা সম্পূর্ণ গুজব ও প্রোপাগান্ডা,” বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, মঙ্গলবার সকালে কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতারা একটি বৈঠকে মিলিত হন। এই তালিকায় ছিল দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারাসহ শীর্ষ নেতাদের নাম।

উল্লেখ্য, আজ ৫ আগস্ট, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী। গত বছর এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের উদ্দেশে দেশত্যাগের মধ্য দিয়ে বড় রাজনৈতিক পালাবদলের সূচনা হয়। সেই উত্তাল সময়ের মূল সংগঠক ছিল বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম, যার শীর্ষ নেতারাই পরবর্তীতে এনসিপি গঠন করেন।

নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক এই ঘোষণাপত্র পাঠ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি

“ঘুরতে এসেছি, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর গুজব”

সর্বশেষ আপডেট ০৩:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

কক্সবাজারে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, এনসিপি নেতারা কক্সবাজারে গেছেন শুধুমাত্র ঘুরতে, কোনো রাজনৈতিক বৈঠক তাদের হয়নি।

“আমরা হোটেলে চেক-ইন করেই দেখলাম; খবরে বলা হচ্ছে, আমরা পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি। এটা সম্পূর্ণ গুজব ও প্রোপাগান্ডা,” বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, মঙ্গলবার সকালে কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতারা একটি বৈঠকে মিলিত হন। এই তালিকায় ছিল দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারাসহ শীর্ষ নেতাদের নাম।

উল্লেখ্য, আজ ৫ আগস্ট, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী। গত বছর এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের উদ্দেশে দেশত্যাগের মধ্য দিয়ে বড় রাজনৈতিক পালাবদলের সূচনা হয়। সেই উত্তাল সময়ের মূল সংগঠক ছিল বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম, যার শীর্ষ নেতারাই পরবর্তীতে এনসিপি গঠন করেন।

নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক এই ঘোষণাপত্র পাঠ করা হবে।