২০ বছর কোমায়
ঘুমন্ত সৌদি প্রিন্সের চিরবিদায়
- সর্বশেষ আপডেট ০৭:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 236
প্রায় দুই দশক কোমায় থাকার পর মারা গেছেন সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। শনিবার (১৯ জুলাই) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা প্রিন্স খালেদ বিন তালাল।
২০০৫ সালে লন্ডনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাত্র ১৫ বছর বয়সী আল-ওয়ালিদ। দুর্ঘটনায় মাথায় আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণে কোমায় চলে যান তিনি। তখন তিনি ছিলেন এক সামরিক ক্যাডেট শিক্ষার্থী।
এরপর দীর্ঘ ২০ বছর ধরে ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত ছিলেন এই তরুণ। ২০১৯ সালে পরিবারের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। অনেকেই সেই সময় আশা করেছিলেন, তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। কিন্তু, যুক্তরাষ্ট্র ও স্পেনের চিকিৎসকদের বহু প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থায় কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
তার জানাজা অনুষ্ঠিত হবে রবিবার (২০ জুলাই) সৌদি রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে।
সৌদি আরবজুড়ে তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে #SleepingPrince (স্লিপিং প্রিন্স) হ্যাশট্যাগে হাজারো মানুষ তাকে স্মরণ করছেন—একটি দীর্ঘ লড়াইয়ের অবসান ও এক পিতা-মাতার অকুণ্ঠ ভালোবাসার স্মারক হিসেবে।
প্রিন্স খালেদ বিন তালালের এই দীর্ঘ প্রতীক্ষা ও ছেলের পাশে থেকে ভরসা জোগানোর গল্প বহু মানুষের হৃদয় ছুঁয়েছে। একজন বাবা যেভাবে বছরের পর বছর ছেলের সঙ্গেই থেকেছেন, তা এখন অনেকের কাছে ধৈর্য, বিশ্বাস ও নিঃশর্ত ভালোবাসার প্রতীক।
































