ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

গ্রেপ্তারের আগে কারণ ও পরিচয় জানানো বাধ্যতামূলক

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 309

যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আগে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির সংশোধনীতে এই বিধান যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “এখন থেকে গ্রেপ্তারকালে পুলিশ কর্মকর্তার পূর্ণাঙ্গ পরিচয়, গ্রেপ্তারের কারণ এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য দিতে হবে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার এবং আইনজীবীকে তা অবহিত করতে হবে।

আইন উপদেষ্টা বলেন, “এই বিধান যুক্ত করা হয়েছে যাতে গ্রেপ্তার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার রক্ষা নিশ্চিত হয়।”

প্রেস ব্রিফিংয়ে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। নিহতদের স্মরণে আগামীকাল দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক সম্পর্কিত ধারা বাতিল করা হয়েছে। ফলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়ভাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

গ্রেপ্তারের আগে কারণ ও পরিচয় জানানো বাধ্যতামূলক

সর্বশেষ আপডেট ০৪:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আগে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির সংশোধনীতে এই বিধান যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “এখন থেকে গ্রেপ্তারকালে পুলিশ কর্মকর্তার পূর্ণাঙ্গ পরিচয়, গ্রেপ্তারের কারণ এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য দিতে হবে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার এবং আইনজীবীকে তা অবহিত করতে হবে।

আইন উপদেষ্টা বলেন, “এই বিধান যুক্ত করা হয়েছে যাতে গ্রেপ্তার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার রক্ষা নিশ্চিত হয়।”

প্রেস ব্রিফিংয়ে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। নিহতদের স্মরণে আগামীকাল দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক সম্পর্কিত ধারা বাতিল করা হয়েছে। ফলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়ভাবে।