গ্রেটার পাল্টা জবাব: ট্রাম্পকেই বললেন ‘মানসিক রোগী’
- সর্বশেষ আপডেট ০৪:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 67
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সম্প্রতি ট্রাম্প তাঁকে ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দিলে, গ্রেটা পাল্টা জবাবে ট্রাম্পকেই ‘মানসিক রোগী’ হিসেবে উল্লেখ করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গ্রেটা লেখেন, “আমার চরিত্র ও মানসিক স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগের জন্য ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট।” পোস্টটিতে ব্যঙ্গের সুরে তিনি যোগ করেন, “তবে হয়তো আপনিই রাগ নিয়ন্ত্রণের ক্লাসে ভর্তি হতে পারেন—আপনার অতীত রেকর্ড সেটাই বলে।”
এর আগে সুমুদ ফ্লোটিলা থেকে আটকের ঘটনাকে ঘিরে ট্রাম্প গ্রেটাকে “ঝামেলাবাজ কিশোরী” আখ্যা দিয়ে বলেন, “ওর একজন ভালো ডাক্তার দরকার।” ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলেও সমালোচিত হয়।
গ্রেটা এর আগেও ট্রাম্পের পরিবেশবিষয়ক অবস্থান ও জলবায়ু পরিবর্তন নীতির কঠোর সমালোচনা করেছেন। এবার তিনি ব্যক্তিগত আক্রমণের জবাবে সরাসরি পাল্টা মন্তব্য করে বলেন, “যিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের নেতা হয়েও রাগ নিয়ন্ত্রণে অক্ষম, তাঁর কাছ থেকে এমন উপদেশ আশা করিনি।”
































