গ্রিনল্যান্ড বিরোধিতায় আট দেশে ১০% শুল্কের হুমকি ট্রাম্পের
- সর্বশেষ আপডেট ০৬:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 34
ট্রাম্পের শুল্ক হুমকির আন্তর্জাতিক সমালোচনার মধ্যে বিক্ষোভকারীরা 'গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীদের জন্য' লেখা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, যদি কোনো দেশ গ্রিনল্যান্ডে আমেরিকার নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করে, তবে সেই দেশগুলোকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে।
রোববার (১৮ জানুয়ারী) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানায়, ঘোষণায় ইউরোপে উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে কেউ বলছেন এটি “ঝুঁকিপূর্ণ পরিস্থিতি” তৈরি করতে পারে, কেউ আবার মনে করছেন “চীন ও রাশিয়া উপকৃত হবে।”
প্রস্তাবিত শুল্কের আওতায় রয়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। ট্রাম্পের সিদ্ধান্ত ইউরোপে মার্কিন মিত্র সম্পর্ক পরীক্ষা করার ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। কিছু দেশ ইতিমধ্যেই গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছে, আর ট্রাম্প শুল্ককে আলোচনার জোর হিসেবে ব্যবহার করছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক নীতি প্রধান কাজা ক্যালাস বলেন, এই বিভাজন চীন ও রাশিয়ার জন্য সুবিধাজনক হবে। তিনি সতর্ক করেছেন, শুল্ক ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে এবং যৌথ সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত করবে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সমালোচনা উঠেছে। সেনেটর মার্ক কেলি বলেন, এই হুমকি আমেরিকানদের অতিরিক্ত খরচ বাধ্য করবে এবং দেশের সুনাম ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করবে।
ইউরোপীয় দেশগুলো জরুরি বৈঠক করছে প্রতিক্রিয়া নির্ধারণের জন্য। ব্রিটেনের প্রধান রাজনৈতিক দলগুলোও এই হুমকিকে সমালোচনা করেছে। ফ্রান্সের মারিন লে পেনের দল শুল্ক চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করবেন।




































