গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ককটেল নিক্ষেপ
- সর্বশেষ আপডেট ০২:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 55
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। একই সময়ে উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পার্কের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের পর নামফলকে আগুন ধরে যায়। ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়। গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কটি ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশেই খাড়াজোড়া এলাকায় অবস্থিত।
পার্কের নিরাপত্তাকর্মী সিরাজুল ইসলাম জানান, ভোরে কেউ ফটকের সামনে না থাকার সুযোগে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে। বিস্ফোরণের শব্দে তারা ছুটে এসে আগুন দেখতে পান এবং নিজেদের উদ্যোগে তা নেভানোর চেষ্টা করেন।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে সঠিক তথ্য সংগ্রহের পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের ইনচার্জ ইফতেখার রায়হান বলেন, অগ্নিকাণ্ডের খবর তাদের কাছে পৌঁছেনি, তবে খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে কালিয়াকৈর থানার ইন্সপেক্টর সাথী আক্তার জানান, মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরে আগুন লাগানো হয়েছে এবং যন্ত্রটির বড় অংশই পুড়ে গেছে। থানা পুলিশের ইন্সপেক্টর খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, উভয় ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। কারা এসব নাশকতার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।



































