গৌরনদীর মাদক ব্যবসায়ি মাদারীপুরে গ্রেফতার
- সর্বশেষ আপডেট ০৭:১২:০১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 99
বরিশালের গৌরনদী থানার একাধিক মাদক ও চাঁদাবাজি মামলার আসামি হীরা মাঝি মাদারীপুরে গ্রেফতার হয়েছে। গত রাতে জেলার কালকিনি ভুরঘাটা সড়কের ঘরামী বাড়ির ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কালকিনি থানার এএসআই সোহেল রানা জানান, গ্রেফতার হীরা মাঝি বরিশালের গৌরনদীর কটকস্থল গ্রামের মজিবুর রহমান মাঝি ওরফে ইঙ্গুল মাঝির মেঝ ছেলে। তার বিরুদ্ধে গৌরনদী থানায় একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়েছে। জামিনে বের হয়ে আবার সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
হীরা মাঝির বিরুদ্ধে গত ২৫ জানুয়ারি গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার আরিফ ফিলিং স্টেশনে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ওই ঘটনায় গৌরনদী থানায় একটি মামলাও রয়েছে। এরপর থেকেই সে পলাতক ছিলো।


































