শিরোনাম
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
- সর্বশেষ আপডেট ০২:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 133
বরিশালের গৌরনদীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির গ্রীনলাইন পরিবহনের চাপায় জয় দত্ত (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকালে দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাঁরাকুপি গ্রামের সুমন দত্তের ছেলে।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, বার্থী বাজার থেকে বাড়ি ফেরার পথে মহব্বত আলী ব্রীজ সংলগ্ন এলাকায় ব্যাটারী চালিত অটোগাড়ি থেকে নেমে রাস্তা পারাপার হচ্ছিল জয়। এসময় ঢাকাগামী দ্রুতগতির গ্রীনলাইন পরিবহনের চাপায় ঘটনাস্থলেই শিশু জয় নিহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, তাৎক্ষনিক গাড়িটি পালিয়ে যাওয়ায় গাড়িটিকে আটক করা যায়নি।































