ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 115

বরিশালের গৌরনদীর সিংগা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন ফকির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের স্ত্রী সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতাকৃতকে আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিহতের ছেলে ফয়সাল ফকির বলেন, জমিজমা নিয়ে আমার বাবার সাথে ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চাচার গরুতে আমাদের বিভিন্ন ফলজ গাছের চারা ভেঙে ফেলে। এনিয়ে আমার বাবা ও মায়ের সাথে চাচা-চাচী ও চাচাতো ভাই সজিবের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে চাচা ও চাচী আমার মাকে মারধর করেন। এসময় মাকে রক্ষার জন্য বাবা এগিয়ে আসলে তার ওপর হামলা চালিয়ে গলাটিপে ধরে কিলঘুষি মারে। এতে আমার অসুস্থ্য বাবা ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ওইদিন রাতেই থানা পুলিশ বাড়ি থেকে বাবার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানায় ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, সুরাতহাল রিপোর্টে মৃত দেলোয়ার হোসেন ফকিরের গলায় দুটি দাগের চিহ্ন পাওয়া গেছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে তার দেবর জাহাঙ্গীর ফকির ও জা সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গৌরনদীতে জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

সর্বশেষ আপডেট ০৬:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

বরিশালের গৌরনদীর সিংগা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন ফকির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের স্ত্রী সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতাকৃতকে আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিহতের ছেলে ফয়সাল ফকির বলেন, জমিজমা নিয়ে আমার বাবার সাথে ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চাচার গরুতে আমাদের বিভিন্ন ফলজ গাছের চারা ভেঙে ফেলে। এনিয়ে আমার বাবা ও মায়ের সাথে চাচা-চাচী ও চাচাতো ভাই সজিবের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে চাচা ও চাচী আমার মাকে মারধর করেন। এসময় মাকে রক্ষার জন্য বাবা এগিয়ে আসলে তার ওপর হামলা চালিয়ে গলাটিপে ধরে কিলঘুষি মারে। এতে আমার অসুস্থ্য বাবা ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ওইদিন রাতেই থানা পুলিশ বাড়ি থেকে বাবার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানায় ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, সুরাতহাল রিপোর্টে মৃত দেলোয়ার হোসেন ফকিরের গলায় দুটি দাগের চিহ্ন পাওয়া গেছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে তার দেবর জাহাঙ্গীর ফকির ও জা সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।