গোসাইরহাটে মা-ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ
- সর্বশেষ আপডেট ০৫:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 120
শরীয়তপুরের গোসাইরহাটে মা-ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ৪৫০ কেজি মা-ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ স্থানীয়দের উপস্থিতিতে ১২টি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় তিনটি ট্রলারও জব্দ করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।
মা-ইলিশ রক্ষায় গোসাইরহাটে শনিবার (১১ অক্টোবর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেঘনা নদীর বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ নেতৃত্বে রাতভর অভিযান চলে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, সকাল ৬টার দিকে কোদালপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মেঘনা শাখা নদী থেকে তিনটি ট্রলার ইলিশ পরিবহণের সময় তাদের গতিরোধ করা হয়। ট্রলার ছাড়িয়ে লোকজন পালিয়ে যায়। পরে মাছসহ ট্রলার জব্দ করা হয়।
তিনি আরও জানান, আগামীতেও মা-ইলিশ সংরক্ষণ অভিযান চলবে এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।


































