ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে মাটি চাপা পড়ে এক পরিবারের ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ১১:৪১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 140

গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে ঘরের ভেতরে স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের চার জন মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। খবর পেয়ে প্রায় চার ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

রবিবার (১ জুন) সকাল পৌনে ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোরে উপজেলার ৭নং লক্ষণাবন্দ বখতিয়ার ঘাটের আলভিনা আনারস বাগানের পাশের একটি টিলা ধসে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), সামিয়া খাতুন (১৫), আব্বাস উদ্দিন (১৩) ও রহিমা বেগম।

গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতরা সবাই একই পরিবারের। ঘুমন্ত অবস্থা টিলা ধসে ঘরের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় ভারী বৃষ্টির কারণে হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা তারা চার জন মাটিচাপা পড়েন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, টিলা ধসে চার জনের মৃত্যু হয়েছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে তাদের লাশ উদ্ধার করেছি। লাশের ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোলাপগঞ্জে মাটি চাপা পড়ে এক পরিবারের ৪ জন নিহত

সর্বশেষ আপডেট ১১:৪১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে ঘরের ভেতরে স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের চার জন মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। খবর পেয়ে প্রায় চার ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

রবিবার (১ জুন) সকাল পৌনে ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোরে উপজেলার ৭নং লক্ষণাবন্দ বখতিয়ার ঘাটের আলভিনা আনারস বাগানের পাশের একটি টিলা ধসে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), সামিয়া খাতুন (১৫), আব্বাস উদ্দিন (১৩) ও রহিমা বেগম।

গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতরা সবাই একই পরিবারের। ঘুমন্ত অবস্থা টিলা ধসে ঘরের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় ভারী বৃষ্টির কারণে হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা তারা চার জন মাটিচাপা পড়েন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, টিলা ধসে চার জনের মৃত্যু হয়েছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে তাদের লাশ উদ্ধার করেছি। লাশের ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।