ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ১২:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 77

সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে দুই আরোহী প্রাণ হারিয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট–বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের তেরমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ এবং উপজেলার রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ। আহতরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ।

জানা গেছে, বুধবার মধ্যরাতে তেরমাইল এলাকায় দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আহত বাকি দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধারের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোলাপগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

সর্বশেষ আপডেট ১২:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে দুই আরোহী প্রাণ হারিয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট–বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের তেরমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ এবং উপজেলার রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ। আহতরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ।

জানা গেছে, বুধবার মধ্যরাতে তেরমাইল এলাকায় দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আহত বাকি দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধারের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।