ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 121

গোপালগঞ্জ

গোপালগঞ্জে সম্প্রতি সহিংস পরিস্থিতির পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই মাসের পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে এক সমাবেশ আয়োজন করে দলটি। সমাবেশ ঘিরে আওয়ামী লীগ কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে শহরটি রণক্ষেত্রে পরিণত হয়। সংঘাতে এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

বুধবারের সহিংসতার সময় এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়েন। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে তারা গোপালগঞ্জ ত্যাগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, পরে সন্ধ্যা ৬টা থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ণ কারফিউ জারি করা হয়। এরপর সেটি শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়, যদিও শুক্রবার দুপুরে তিন ঘণ্টার বিরতি দেওয়া হয় কারফিউয়ে।

সবশেষ, শুক্রবার রাত ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন জানায় যে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে।

সরকারি সূত্রে বলা হয়েছে, এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না থাকার অনুরোধ জানানো হয়েছে, এবং জনসাধারণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

সর্বশেষ আপডেট ১২:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

গোপালগঞ্জে সম্প্রতি সহিংস পরিস্থিতির পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই মাসের পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে এক সমাবেশ আয়োজন করে দলটি। সমাবেশ ঘিরে আওয়ামী লীগ কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে শহরটি রণক্ষেত্রে পরিণত হয়। সংঘাতে এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

বুধবারের সহিংসতার সময় এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়েন। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে তারা গোপালগঞ্জ ত্যাগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, পরে সন্ধ্যা ৬টা থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ণ কারফিউ জারি করা হয়। এরপর সেটি শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়, যদিও শুক্রবার দুপুরে তিন ঘণ্টার বিরতি দেওয়া হয় কারফিউয়ে।

সবশেষ, শুক্রবার রাত ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন জানায় যে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে।

সরকারি সূত্রে বলা হয়েছে, এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না থাকার অনুরোধ জানানো হয়েছে, এবং জনসাধারণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।