গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড
- সর্বশেষ আপডেট ১২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 15
গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১- এর বিচারক মো. রহিবুল ইসলাম আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে সাইদুর রহমান বাসুর ওপর হামলা চালানো হয়। একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল)- এ তার মৃত্যু হয়।
































