ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 70

গোপালগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরি করে পালানোর অভিযোগে শামিম মিয়া (৪২) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এসময় আরও সাতজন আহত হয়েছেন। ঘটনা মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে ঘটে। নিহত শামিম মিয়া ওই উপজেলার ফুলারপাড় গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন বরিশাল, বগুড়া, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সাতজন। আহতরা বর্তমানে মুকসুদপুর উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ভোরে লখাইড়চর গ্রামের মো. ঝিল্লু কাজীর গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল আটজনের একটি চোর চক্র। স্থানীয়রা ট্রাক দেখে সন্দেহ প্রকাশ করলে গরুসহ আট চোরকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়াকে মৃত ঘোষণা করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১

সর্বশেষ আপডেট ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরি করে পালানোর অভিযোগে শামিম মিয়া (৪২) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এসময় আরও সাতজন আহত হয়েছেন। ঘটনা মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে ঘটে। নিহত শামিম মিয়া ওই উপজেলার ফুলারপাড় গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন বরিশাল, বগুড়া, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সাতজন। আহতরা বর্তমানে মুকসুদপুর উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ভোরে লখাইড়চর গ্রামের মো. ঝিল্লু কাজীর গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল আটজনের একটি চোর চক্র। স্থানীয়রা ট্রাক দেখে সন্দেহ প্রকাশ করলে গরুসহ আট চোরকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়াকে মৃত ঘোষণা করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।