ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 86

পেট্রোল

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগের অফিস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা গণপূর্ত বিভাগের একটি পিকআপভ্যান ও অফিস ভবনে পেট্রোল বোমা ছোড়ে। এতে পিকআপভ্যানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলের নিরাপত্তা প্রহরী আশপাশের লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশের তথ্যমতে, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের ভবনের দেয়াল ও একটি পিকআপভ্যান লক্ষ্য করে প্রায় ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

এ ছাড়া একই রাতে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ভবনের দিকে ৫–৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও ভবনের কোনো ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের একটি মাইক্রোবাস থেকে এই বোমাগুলো নিক্ষেপ করা হয়।

অন্যদিকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

সর্বশেষ আপডেট ১২:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগের অফিস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা গণপূর্ত বিভাগের একটি পিকআপভ্যান ও অফিস ভবনে পেট্রোল বোমা ছোড়ে। এতে পিকআপভ্যানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলের নিরাপত্তা প্রহরী আশপাশের লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশের তথ্যমতে, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের ভবনের দেয়াল ও একটি পিকআপভ্যান লক্ষ্য করে প্রায় ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

এ ছাড়া একই রাতে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ভবনের দিকে ৫–৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও ভবনের কোনো ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের একটি মাইক্রোবাস থেকে এই বোমাগুলো নিক্ষেপ করা হয়।

অন্যদিকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করেন।