উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারি
গোপালগঞ্জে কারফিউ, ঘর থেকে বের হলেই ব্যবস্থা
- সর্বশেষ আপডেট ০৮:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 168
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ ঘিরে সহিংসতার পর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করা হয়। এ সময় জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় আসিফ মাহমুদ লেখেন, “জীবন-মৃত্যুর মতো জরুরি অবস্থা ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে।”
তিনি আরও জানান, পুলিশ কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
এর আগে দুপুরে ২০০ থেকে ৩০০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে হামলা চালায়। মঞ্চ ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলা ও নেতাকর্মীদের তাড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এনসিপি নেতাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা আদালত চত্বরে আশ্রয় নেন। পরে পুলিশ ও এনসিপির নেতাকর্মীরা একত্রে প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে। এর কিছুক্ষণ পর সমাবেশ শুরু হলেও পরে আবারও হামলা চালানো হয়।
এই সহিংসতার পর প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয় এবং পরে কারফিউ ঘোষণা করা হয়।
এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে নাগরিকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। এ ঘটনাকে মৌলিক মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “হামলায় এনসিপি নেতাকর্মী, পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন। তাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মী—এমন অভিযোগ উঠেছে। এই অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর বিচার নিশ্চিত করতে হবে।”
সরকার আরও জানায়, সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপ পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেছে। একইসঙ্গে যারা ভয় ও হুমকির মুখেও পদযাত্রা চালিয়ে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এনসিপি জুলাই মাসজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে কর্মসূচি ছিল দলটির। এই কর্মসূচি ঘিরেই পুরো ঘটনাপ্রবাহ।
































