গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত
- সর্বশেষ আপডেট ১১:৪৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 244
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি ও কারফিউ জারির কারণে বৃহস্পতিবারের এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অন্যান্য বিষয়—উচ্চাঙ্গ সঙ্গীত, আরবি ও পালি—তালিকাভুক্ত থাকলেও গোপালগঞ্জ জেলায় এসব বিষয়ে কোনো পরীক্ষার্থী না থাকায় সেগুলোর পরীক্ষা বাতিল করা হয়নি।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “গোপালগঞ্জে শুধুমাত্র ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষার্থী আছে, তাই সেটিই স্থগিত করা হয়েছে।”
এই স্থগিতাদেশ আসে এমন এক দিনে, যখন গোপালগঞ্জ শহর সহিংসতায় উত্তাল হয়ে পড়ে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত চারজন নিহত হন, আহত হন অনেকে। সংঘর্ষ শুরু হয় এনসিপির গাড়িবহর শহরে প্রবেশের আগেই, যখন পুলিশের গাড়িতে হামলা হয়। পরে ইউএনও’র গাড়িও আক্রমণের শিকার হয়। জয়বাংলা স্লোগান দিতে দিতে আওয়ামী কর্মীরা পৌরপার্কের সমাবেশ মঞ্চেও হামলা চালায়।
বিকেলে ফের সংঘর্ষ হয় শহরের লঞ্চঘাট এলাকায়, যেখানে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সন্ধ্যায় কারফিউ ঘোষণা করা হয়, যা রাত পর্যন্ত চলতে থাকে।
এনসিপির নেতারা আত্মরক্ষার্থে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এবং পরে সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
এই অস্থিরতা ও নিরাপত্তাহীনতার প্রেক্ষিতে গোপালগঞ্জে বৃহস্পতিবারের ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়, যদিও দেশের অন্য সব জেলায় পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

































