গোপালগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি
- সর্বশেষ আপডেট ১২:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 233
শনিবার রাত ৮টা থেকে আজ রোববার ভোর ৬টা পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ ছিল। গোপালগঞ্জে আজ রোববার (২০ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ নির্দেশনা জারি করেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী এই আদেশ কার্যকর থাকবে। এ সময় জেলার যেকোনো স্থানে সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।
তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবাসমূহ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি বলেন, “শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ ছিল। কারফিউ শেষ হওয়ার পরই ১৪৪ ধারা কার্যকর হয়েছে, যা চলবে রাত ৮টা পর্যন্ত।”
এর আগে, গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের পর ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। এরপর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
পরে, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।































