গেস্টরুম কালচার বন্ধের প্রতিশ্রুতি ছাত্রদলের
- সর্বশেষ আপডেট ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 66
ফ্যাসিবাদী শাসনামলের পুনরাবৃত্তি প্রতিরোধ, দেশের গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষাসহ একগুচ্ছ শপথ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহনকারি ছাত্রদলের প্রার্থীরা। এই নির্বাচনে সংগঠনটির সমর্থিত আবিদ-হামিম-মায়েদ প্যানেলের প্রার্থীরা রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এই শপথবাক্য পাঠ করেন।
শপথবাক্য অনুষ্ঠানে প্যানেলের প্রার্থীরা দাবি করেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময়, নিরাপদ ও বসবাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। প্যানেলের শপথে উল্লেখিত মূল বিষয়গুলো হলো : বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলের সময়কার গণরুম প্রথা, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করানো, গেস্টরুম নির্যাতন ও ভিন্নমতের ওপর নিপীড়ন বন্ধ রাখার অঙ্গীকার।
২০২৪ সালের জুলাইয়ের রক্ত ঝরা দিন এবং পূর্ববর্তী স্বাধীনতা ও গণতন্ত্র আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কোনো কালো শক্তি দেশের গণতন্ত্র, স্বাধীনতা বা জনগণের মুক্তির পথে বাধা দিলে সর্বোচ্চ প্রচেষ্টা করে প্রতিরোধ গড়ে তোলা। ক্যাম্পাসে নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করা। হলগুলোতে বৈধ সিট, সাশ্রয়ী মূল্যে খাবার, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা।
সাইবার বুলিং, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ফেইক নিউজসহ অনলাইন অপতৎপরতা রুখে দেওয়ার অঙ্গীকার। বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, পড়াশোনা, গবেষণা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ।
ডাকসুর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার বজায় রাখা ও রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক রক্ষা। নির্বাচিত হলে প্রতিটি প্রার্থী শপথের প্রতিটি কথাকে বাস্তবায়নের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।






































