গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ঢাকায় স্থানান্তরিত
- সর্বশেষ আপডেট ০৭:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 106
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে হেলিকপ্টারে করে তাঁকে চট্টগ্রাম থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
আহত বিএনপি নেতার একান্ত সচিব মো. আরিফ মুন্না জানিয়েছেন, এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত, তবে এখনও চিকিৎসাধীন আছেন। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।
এর আগে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদের চালিতাতলী এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। ঘটনাস্থলে সরওয়ার হোসেন বাবলা নামের এক ব্যক্তি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ হওয়ার পর এরশাদ উল্লাহকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
































